সাংবাদিক নাদিম হত্যা মামলা ডিবিতে

গোলাম রব্বানি নাদিম। ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় জামালপুর ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আরমান আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'মামলাটি অধিকতর তদন্তের জন্য গতকাল আমাদের কাছে হস্তান্তর করা হয়। ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে এবং অনেক অগ্রগতি হয়েছে।'

গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ চলমান আছে বলে জানান তিনি।

এছাড়া শিগগিরই বাকি আসামিদেরও গ্রেপ্তার করা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক নাদিমের ওপর হামলার পর এ বিষয়ে বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানার ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। নাদিম নিহতের পরও ওসির ভূমিকা 'রহস্যজনক' থাকলেও তাকেই মামলা তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করা হয়। 

পরে ওসি সোহেল রানার প্রত্যাহারসহ হত্যা মামলায় তাকেও আসামি করার দাবি জানান সাংবাদিকরা।

উল্লেখ্য, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গত ১৪ জুন রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সদ্য বহিষ্কৃত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন বাংলানিউজ২৪ ডটকমের জেলা প্রতিনিধি ও জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সহসভাপতি নাদিম। 

পরদিন দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় ইতোমধ্যে বাবু চেয়ারম্যানকে র‌্যাব গ্রেপ্তারের পর আদালত তাকে ৫ দিনের রিমান্ডে দিয়েছেন। তাকে দলীয় পদ ও চেয়ারম্যান পদ থেকেও বরখাস্ত করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

33m ago