আ. লীগ অফিসে বসে নাদিমকে হুমকি দেন বাবু চেয়ারম্যান, অডিও ভাইরাল

গোলাম রব্বানি নাদিম। ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যার প্রধান আসামি ও সাধুরপাড়া ইউনিয়নের সাময়িক বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর একটি অডিও ভাইরাল হয়েছে।

আজ মঙ্গলবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই অডিওটি ভাইরাল হয়।

২৬ সেকেন্ডের এই অডিও রেকর্ডে সাধুরপাড়া ইউনিয়নের সাময়িক বহিষ্কৃত মাহমুদুল আলম বাবুকে বলতে শোনা যায়, 'নাদিম সাংবাদিককে আমি মনে করব, এদের জন্য দায়-দায়িত্ব উপজেলা আওয়ামী লীগের। নাদিম সাংবাদিককে ঠিক করতে ১ মিনিটের বিষয়। আমি যামু ওরে শাসন করতে, ... আমার যদি উপজেলা আওয়ামী লীগ হাউ হাউ করে হাসে যে, বাবু বিপদে পড়ছে পড়ুক।'

জানা গেছে, বাবু ওই বক্তব্যটি উপজেলা আওয়ামী লীগের একটি অভ্যন্তরীণ মিটিংয়ে দিয়েছিলেন।

স্থানীয় সাংবাদিক ইমদাদুল হক লালন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সামাজিক যোগাযোগমাধ্যেমে ভাইরাল হওয়া অডিওটির কণ্ঠ মাহমুদুল হক বাবুর। তিনি আওয়ামী লীগের পার্টি অফিসে এই বক্তব্য দিয়েছিলেন।' ৩-৪ মাস আগের এক বৈঠকে তিনি এ হুমকি দেন বলেও জানান তিনি।
 
গত বুধবার বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানি নাদিম। তিনি 'বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম'–এর জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন। একই সঙ্গে 'একাত্তর টিভির' বকশীগঞ্জ উপজেলা সংবাদ সংগ্রাহক হিসেবে কাজ করতেন। 

এরপর গত বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

Comments

The Daily Star  | English

Govt slashes heart stent prices by up to Tk 88,000

Health ministry revises rates for US-made coronary stents to ease patient costs

12m ago