সাংবাদিক নাদিম হত্যা: গ্রেপ্তার বাবু চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় গ্রেপ্তার মাহমুদুল আলম বাবুকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
সাংবাদিক নাদিম হত্যা
সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু। ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় গ্রেপ্তার মাহমুদুল আলম বাবুকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

আজ সোমবার স্থানীয় সরকার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবুকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

গত বুধবার হামলার শিকার হন নাদিম। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

হত্যার ঘটনায় করা মামলায় শনিবার বাবুকে পঞ্চগড় থেকে গ্রেপ্তারের পর রোববার তাকে ৫ দিনের রিমান্ডে পাঠায় আদালত।

আজ তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বহিষ্কারের পাশাপাশি কেন তাকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তা জানতে চেয়েছে স্থানীয় সরকার বিভাগ। ১০ কার্যদিবসের মধ্যে তাকে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে। 

বাবু সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও ছিলেন। হত্যার ঘটনার পর তাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

 

Comments