সিলেট

সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ৬ দিন পর পিকআপ ভ্যান চালকের আত্মসমর্পণ

দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারের কুতুবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে গত ৭ জুন এ দুর্ঘটনা ঘটে। ফাইল ছবি

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় গত ৭ জুন ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৫ নির্মাণশ্রমিক নিহত হন। ঘটনার ৬ দিন পর আজ মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেছেন পিকআপ ভ্যানটির চালক আব্দুর রহিম (৩০)।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর গ্রামের বাসিন্দা রহিম দুর্ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

আজ দুপুরে তিনি সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন বলে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

ওসি বলেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ১ এর বিচারক সাইফুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

গত ৭ জুন ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুতুবপুর এলাকায় শ্রমিক বহনকারী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সিলেটগামী পণ্যবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে পিকআপ ভ্যানে থাকা ২৮ জন শ্রমিকের মধ্যে ১১ জন ঘটনাস্থলেই মারা যান এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জন মারা যান।

সেদিনই সড়ক পরিবহন আইনে অজ্ঞাতনামা ট্রাক ও পিকআপ চালকদের আসামি করে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা করা হয়।

পরে ১০ জুন ট্রাকচালককে পটুয়াখালী থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

Comments