নারায়ণগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় গরুর ব্যাপারী নিহত

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

নারায়ণগঞ্জের সদর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গরুর ব্যাপারী আলমাস ব্যাপারী (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

আজ সোমবার বিকেলে উপজেলার সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় শিমরাইল-আদমজী-চাষাঢ়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমাস ব্যাপারী নাটোর কালিনগর গ্রামের খালেক ব্যাপারীর ছেলে। আহত ভুট্টো মিয়া (৫০) তার বোন-জামাতা।

আহত ভুট্টো বলেন, 'ফতুল্লার ভূঁইগড়ের গরুর হাট থেকে সাজিদ, আমি ও আলমাস একটি মোটরসাইকেলে সিদ্ধিরগঞ্জে পশুর হাট দেখতে যাচ্ছিলাম। এখানে কেমন ক্রেতা আছে, গরুর দাম কেমন, হাটে গরুর কেমন আছে ইত্যাদি খোঁজ নিতে। সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এলে একটি দ্রুতগতির পিকআপ ভ্যান সামনে থেকে আমাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় ছিটকে পড়ে আলমাস ঘটনাস্থল মারা যান। আমাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে। এসময় সাজিদ মোটরসাইকেল নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা পিকআপ ভ্যানসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।'

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, 'পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে একজন মারা গেছেন। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা পিকআপ ভ্যান চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'

Comments

The Daily Star  | English

AI poses bigger threat than weapons ahead of next election: CEC

He emphasises the critical role of journalists, especially those in mainstream media

9m ago