সিলেটে দোকান থেকে ২৫০ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ
সিলেট নগরীর চৌহাট্টা এলাকার একটি অভিজাত শপিং মলের একটি দোকান থেকে ২৫০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।
গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকালের মধ্যে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আল হামরা শপিং সিটির চতুর্থ তলার নুরানি জুয়েলার্সে এ চুরি হয়।
দোকানের স্বত্ত্বাধিকারী মো. জাবেদ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকালে দোকান খুলতে এসে শাটারে নতুন তালা লাগানো দেখতে পাই। তালা ভেঙে ভেতরে ঢুকে দেখি সব চুরি হয়ে গেছে।'
তিনি জানান, দোকানের প্রায় ২৫০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে যার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা।
দুর্বৃত্তরা দোকানের সিসিটিভি ক্যামেরার ডিভিআর (তথ্য সংগ্রহের বক্স) নিয়ে গেছে এবং শাটারে নতুন তালা লাগিয়ে দিয়েছে বলেও অভিযোগ তার।
ওই শপিং সিটির নিরাপত্তা ইনচার্জ মো. মহসিন ডেইলি স্টারকে বলেন, 'পুরো শপিং মল তালা ছিল এবং এ সময়ের মধ্যে কারও প্রবেশ বা বের হওয়ার কোনো সূত্র পাওয়া যায়নি। তারপরও আমরা সব ফুটেজ পরীক্ষা করছি।'
চুরির ঘটনায় আজ সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের না হলেও পুলিশ তদন্ত শুরু করেছে বলে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান।
তিনি ডেইলি স্টারকে বলেন, 'ঘটনাটি খুবই রহস্যজনক এবং সন্দেহজনক। আমরা সম্ভাব্য সব পথ ধরেই তদন্ত শুরু করেছি।'
Comments