সিলেট সীমান্ত দিয়ে ২১ জনকে ‘পুশ ইন’

ভারত থেকে সিলেট সীমান্ত দিয়ে আরও ২১ জনকে পুশ ইন করা হয়েছে।
আজ শনিবার সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করা হয়।
পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে।
বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, আটকদের মধ্যে ১২ জন পুরুষ, চার নারী ও পাঁচজন শিশু। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তাদের কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ১৪ মে দনা সীমান্ত দিয়ে আরও ১৬ বাংলাদেশিকে 'পুশ ইন' করা হয়। শুরুতে বিজিবি তাদের আটক করে। পরে পুলিশের মাধ্যমে পরিচয় শনাক্তের পর আত্মীয়দের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।
Comments