টেকনাফে অস্ত্রসহ ‘অপহরণকারী’ গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফের পাহাড়কেন্দ্রিক অপহরণকারী চক্রের সদস্য নুরুল আমিনকে (৪০) অস্ত্রসহ গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ।
আজ বুধবার ভোররাত ১টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়ার পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার নুরুল আমিন টেকনাফের হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকার বাসিন্দা।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত ৩০ এপ্রিল রহিম উদ্দীন (৩৩) ও মোহাম্মদ রিদুয়ানকে (১৮) টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরার পাহাড়ি এলাকা থেকে অপহরণ করা হয়। পুলিশ টানা ৩৫ ঘণ্টা অভিযান চালিয়ে গত সোমবার সন্ধ্যায় ওই ২ জনকে উদ্ধার করে। এ ঘটনায় টেকনাফ থানায় মামলা করা হয় '
তিনি আরও বলেন, 'উদ্ধারকৃত ২ জনের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের সদস্য নুরুল আমিনকে গ্রেপ্তার করে। তাকে আদালতে সোপর্দ করা হবে আজ।'.
ওসি জানান, গ্রেপ্তারের সময় নুরুল আমিনের কাছ থেকে একটি দেশীয় বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
Comments