পাচারকালে ২ লজ্জাবতী বানর ও পেঁচা উদ্ধার, ৪ জনের কারাদণ্ড

দুটি সংকটাপন্ন লজ্জাবতী বানর ও একটি পেঁচা উদ্ধারের পর বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দুটি সংকটাপন্ন লজ্জাবতী বানর ও একটি পেঁচা পাচারকালে ৪ জনকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে তাদের আটক করা হয়। এসময় পাচারের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

লোহাগাড়া থানার এসআই রুহুল আমিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'পাচারকারীরা বন্যপ্রাণীগুলো বান্দরবান থেকে সংগ্রহ করে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে লোহাগাড়া বার আউলিয়া কলেজের সামনে মোটরসাইকেল থামিয়ে তাদের তল্লাশি করে প্রাণীগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত বন্যপ্রাণীগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।'

আটকের পর ৪ পাচারকারীকে ৬ মাসের সাজা এবং ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজাহানের ভ্রাম্যমাণ আদালত।

মো. শাহজাহান ডেইলি স্টারকে জানান, এই ৪ আসামি হলেন মোবারক হোসেন, সাদ্দাম হোসেন, মহিউদ্দিন এবং আজমল শিকদার।

তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

'Our task is to tell the truth in transparent, compelling way'

Says CA’s press secretary on Trump’s comment on Bangladesh

49m ago