কর্ণফুলী ইপিজেডে ফ্যাক্টরিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

বন্দরনগরী চট্টগ্রামে কর্ণফুলী ইপিজেড এলাকায় একটি গার্মেন্টস এক্সেসরিজ কারখানায় আগুন লেগেছে।
আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে 'জ্যান্ট এক্সেসরিজ' নামের ওই কারখানায় আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বিকেল সোয়া ৪টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অপারেটর মো. মোজাম্মেল দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'ইপিজেড, কর্ণফুলী ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।'
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
এ ঘটনায় কারখানার আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
Comments