শব্দদূষণের দায়ে ৩৬ যানবাহনকে জরিমানা, মামলা

কক্সবাজারে শব্দদূষণের দায়ে ৩৬টি যানবাহনকে সাড়ে ৬১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৯৬ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে।
স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজারে শব্দদূষণের দায়ে ৩৬টি যানবাহনকে সাড়ে ৬১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৯৬ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উদ্যোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লিংক রোড ও কক্সবাজার-টেকনাফ সড়কের মুহুরীপাড়া এলাকায় যানবাহনগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এসময় আদালত অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহার করে উচ্চমাত্রায় শব্দ সৃষ্টির দায়ে ৩৬টি যানবাহনের চালকের বিরুদ্ধে ৩৬টি মামলা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন।

এ সময় পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপ পরিচালক মুহাম্মদ হাফিজুর রহমান, সহকারি পরিচালক সাইফুল ইসলাম, পরিদর্শক ফাইজুল কবির আদালতের কার্যক্রমের সার্বিক সহযোগিতা করেন।

উপ-পরিচালক মুহাম্মদ হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'জনস্বার্থে কক্সবাজার জেলায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।'

Comments