সীতাকুণ্ডে দেড় টন মেয়াদোত্তীর্ণ চা জব্দ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বানুরবাজার এলাকায় অভিযান চালিয়ে দেড় টন মেয়াদোত্তীর্ণ চা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার আছিব ব্রাদার্সের গোডাউন অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। পরে পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে এসব চা ধ্বংস করে চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত। এসময় গোডাউনটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন আদালত।
বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
মোহাম্মাদ রুহুল আমীন বলেন, 'কিছু অসাধু ব্যবসায়ীর মাধ্যমে এসব মেয়াদোত্তীর্ণ পচা চা ভোক্তাদের কাছে পৌঁছে যাচ্ছে। এতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। চা ব্যবসায় এসব নানা ধরণের অনিয়ম প্রতিরোধে চা বোর্ড ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।'
Comments