অপারেশন করার শাস্তি ১ বছরের জেল

স্টার অনলাইন গ্রাফিক্স

পল্লী চিকিৎসকের সনদ নিয়ে অবৈধভাবে পাইলস ও পলিপাসসহ বিভিন্ন রোগের অপারেশন করার অপরাধে বাগেরহাটের পল্লী চিকিৎসক মো. দেলোয়ার হোসেনকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট শহরের রেলরোড এলাকায় তার চেম্বারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার রোহন সরকার এ দণ্ড দেন। একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সময় উপস্থিত ছিলেন বাগেরহাট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান।

রোহন সরকার জানান, পল্লী চিকিৎসকের সনদ নিয়ে দেলোয়ার হোসেন কয়েক বছর ধরে বাগেরহাট সদর ও মোরেলগঞ্জ উপজেলায় চেম্বার খুলে চিকিৎসা কার্যক্রম ও অপারেশন করে আসছিলেন। এর আগেও অভিযান চালিয়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু জেল থেকে মুক্তি পেয়ে তিনি আবার একই কাজ শুরু করেন। মূলত তিনি পল্লী চিকিৎসক। অথচ তিনি নিজেকে পাইলস, গেজ ,নাকের পলিপাসসহ বিভিন্ন রোগের অপারেশনে বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে করে থাকেন।

ডা. মেহেদী হাসান জানান, অপারেশনের জন্য প্রয়োজনীয় কোনো মেডিকেল ডিগ্রি নেই দেলোয়ারের। এমনকি অপারেশনের প্রয়োজনীয় যন্ত্রপাতিও তার নেই। তার কোনো চিকিৎসাই বিজ্ঞানসম্মত নয়। এ চিকিৎসার ফলে মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছিল।

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

2h ago