শ্যামনগরে ১৫ কেজি হরিণের মাংসসহ গ্রেপ্তার ১
সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে অভিযান চালিয়ে ১৫ কেজি হরিণের মাংসসহ ১ জনকে গ্রেপ্তার করেছে বনবিভাগ।
আজ বুধবার দুপুর আড়াইটার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কোবাতক স্টেশনের সদস্যরা এ অভিযান চালান।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক এ. কে. এম. ইকবাল হুসাইন জানান, কয়েকজন হরিণ শিকারি সুন্দরবনের গোলখালী এলাকা থেকে হরিণ শিকার করছে এমন সংবাদেরভিত্তিতে কোবাদক স্টেশন কর্মকর্তা ফারুকুল ইসলামের নেতৃত্বে বন প্রহরীরা অভিযানে নামে। তারা একই এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৫ কেজি হরিণের মাংস, হরিণের মাথা ও চামড়াসহ আদম আলীকে আটক করে। এ সময় আরও ৩ জন পালিয়ে যায়।
তিনি আরও জানান, আদম আলী ঢালী একজন তালিকাভুক্ত হরিণ শিকারি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় কোবাদক স্টেশন কর্মকর্তা ফারুকুল ইসলাম বাদী হয়ে আদম আলী ঢালীসহ ৪ জনকে আসামি করে বন-আইনে একটি মামলা করেছেন বলেও জানান তিনি।
Comments