সুন্দরবনে কুমিরের আক্রমণে মৌয়ালের মৃত্যু

সুন্দরবন। স্টার ফাইল ছবি

সুন্দরবন থেকে মধু আহরণ করে ফিরে আসার সময় কুমিরের আক্রমণে এক মৌয়ালের মৃত্যু হয়েছে। নিহত মোশারফ গাজী খুলনা দাকোপ উপজেলার ঢাংমারী এলাকার আমির আলী গাজীর ছেলে।

শনিবার দুপুরে পূর্ব সুন্দরবনের করমজল খাল পাড়ি দেওয়ার সময় মোশারফ গাজীকে পানির নীচে টেনে নিয়ে যায় কুমির। পরে স্থানীয় লোকজন এবং বন বিভাগের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন।

চাদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেব ডেইলি স্টারকে বলেন, বন বিভাগের কর্মীদের চোখ ফাঁকি দিয়ে শনিবার বনে প্রবেশ করেন মোশারফ গাজীসহ আরও তিনজন। মধু আহরণ শেষে দুপুর ১টার দিকে করমজল খাল সাঁতরে পার হওয়ার সময় কুমিরের হামলার শিকার হন তিনি।

সঙ্গে থাকা অন্য মৌয়ালরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। খবর পেয়ে সেখানে উপস্থিত হয় বন বিভাগের কর্মচারীরা। পরে স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা পর মোশারফ গাজীর মরদেহ উদ্ধার করা হয়।

Comments

The Daily Star  | English

Budget support from WB, ADB: $1.1b loan likely by December

Bangladesh to utilise the fund to speed up reforms, stabilise reserves

10h ago