সুন্দরবনের বাগেরহাট অংশে আগুন, নেভাতে বেগ

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে বনে পানি নিতে পাশের ভোলা নদীতে পাম্প মেশিন বসিয়ে পাইপ টানে বন বিভাগ। ছবি: প্রথম আলো থেকে নেওয়া

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে।

আজ শনিবার সকালে টেপারবিল এলাকা থেকে প্রথম ধোঁয়া উঠতে দেখা যায়। দুপুরের মধ্যে বন বিভাগ আগুনের ব্যাপারে অবগত হয় এবং তা নিয়ন্ত্রণে প্রাথমিক কাজ শুরু করে।

স্থানীয়রা জানায়, যেখানে আগুন লেগেছে, তার আশেপাশে কোনো খাল বা পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে।

আগুনের বিস্তার রোধে এর চারপাশে ফায়ার লাইন কাটা শুরু করেছেন বনরক্ষীরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিটকে আগুন নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে। শরণখোলা ফায়ার স্টেশনের কর্মকর্তা আবতাদ-ই-আলম বলেন, 'শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার স্টেশন থেকে রওনা হওয়া দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। রামপাল ও কচুয়া থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।'

চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের ফরেস্টার বিপুলেশ্বর দাস বলেন, 'আগুন গভীর বনের মধ্যে লেগেছে। সেখান থেকে সবচেয়ে কাছে খালটিও প্রায় দুই-আড়াই কিলোমিটার দূরে। জোয়ার বাড়লে নৌকার মাধ্যমে পানির পাম্প নিয়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হবে।'

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented in presence of all stakeholders involved in the mass uprising at 5:00pm

2h ago