লোকালয়ে আসা হরিণ সুন্দরবনে অবমুক্ত

হরিণটি অবমুক্ত করা হয়। ছবি: সংগৃহীত

লোকালয়ে চলে আসা একটি হরিণকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

আজ শুক্রবার বনবিভাগের কর্মকর্তারা হরিণটি অবমুক্ত করে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, তারা স্থানীয় গ্রামবাসীর মাধ্যমে জানতে পারেন, একটি হরিণ সুন্দরবনের খলিশাবুনিয়া থেকে খোলপটুয়া নদী পার হয়ে গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের যাওয়ার চেষ্টা করছে। খবর পেয়ে বনবিভাগের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে স্পিডবোটে চড়ে সেখানে পৌঁছান বনবিভাগের সদস্যরা। ঘণ্টাখানেক চেষ্টার পর হরিণটি উদ্ধার করতে পারেন তারা। পরে সকাল ১০টার দিকে হরিণটিকে সুন্দরবনে কলাগাছিয়া এলাকায় অবমুক্ত করা হয়।

ধারণা করা হচ্ছে, বাঘ তাড়া করায় হরিণটি পালিয়ে সেখানে চলে আসে।

হাবিবুল ইসলাম আরও জানান, সুন্দরবনের মানুষখেকো বাঘ প্রায়ই এই এলাকায় হরিণসহ নানা পশুপাখির ওপর শিকারের উদ্দেশ্যে আক্রমণ করে। এটিও তারই একটি অংশ।

Comments

The Daily Star  | English
shutdown at Jagannath University

Students, teachers call for JnU 'shutdown'

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

5h ago