খুলনায় ওএমএসের ১৪ হাজার কেজি চাল জব্দ, আটক ২
খুলনায় ওএমএসের ১৪ হাজার কেজি চাল জব্দসহ ২ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খুলনা মহানগরীর বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোসতাক আহমেদ দ্য ডেইলি স্টারকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা মঙ্গলবার বড়বাজারের নাদিম আহমেদের গোডাউনে অভিযান চালিয়ে ওএমএসের ১৪ হাজার কেজি চাল জব্দ করেন। এসময় গোডাউন মালিক নাদিম আহমেদ ও তার কর্মচারী রবিউল ইসলামকে আটক করা হয়।
তিনি জানান, ওএমএসের কিছু সংখ্যক ডিলার দরিদ্রদের কাছে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি না করে সেই চাল কালোবাজারে বেশি দামে বিক্রি করে দেন। নাদিম আহমেদ অসাধু ডিলারদের কাছ থেকে চাল কিনে তা বিভিন্ন বাজার ও দোকানে বিক্রি করতেন।
এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে এবং জড়িত ডিলারদের খুঁজে বের করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
আটক নাদিম আহমেদ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, তিনি বেশ কিছুদিন ধরে ডিলারদের কাছ থেকে ৪৭ টাকা কেজি দরে চাল কিনেছেন। এরপর তার গোডাউনে রেখে বস্তা পরিবর্তন করতেন। এরপর সেই চাল বড়বাজারসহ বিভিন্ন বাজার, খাবারের হোটেল ও দোকানে বিক্রি করতেন। বেশ কয়েকজন ডিলারের কাছ থেকে তিনি চাল কিনতেন।
তিনি আরও জানান, খালিশপুর ও দৌলতপুর বাজারের একাধিক ব্যবসায়ীও কালোবাজারে ওএমএসের চাল কিনে বিক্রি করে থাকেন।
Comments