নাটোরে ২ আ. লীগ কর্মী নিহত: ২ মামলায় গ্রেপ্তার ৫
নাটোরের সিংড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ২ আওয়ামী লীগ কর্মী নিহতের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। ২ মামলায় মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রবিউল (৩২), আলী হাসান ঠান্ডু (৩৫), জুয়েল ওরফে জুলু (৩২), হাবিল (২৭) রুহুল আমিন হত্যা মামলার আসামি এবং নাজিম উদ্দীন (৩২) আফতাব উদ্দিন হত্যা মামলার আসামি।
ওসি জানান, আসামিদের আজ মঙ্গলবার আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত নাজিম, ঠান্ডু, জুলু ও রবিউলকে ৩ দিনের রিমান্ডে দেন এবং অপর আসামি হাবিলকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
সিংড়া আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ এ আদেশ দেন।
ওসি বলেন, 'দুই হত্যার ঘটনায় থানায় দুটি পৃথক মামলা হয়েছে। নিহত আফতাব উদ্দিনের ছেলে ওহাব উদ্দিন বাদি হয়ে ২০ জনের নামসহ অজ্ঞাত আরও প্রায় ১০-১৫ জনকে আসামি করে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মামলা করেন। নিহত রুহুল আমিনের ছেলে শাহিন আলী সোমবার রাতে ৪০ জনের নামে মামলা করেন।'
এর আগে গত রোববার রাতে নাটোরের সিংড়া উপজেলার বামিহাল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুই আওয়ামী লীগ কর্মী নিহত হন।
Comments