সিলেটে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

সিলেটের পাঠানটুলা এলাকায় দুই পক্ষের সংঘর্ষের সময় অন্তত সাতটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ছবি: শেখ নাসির

সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় দুই পক্ষের সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে আহতদের নাম বিদ্যুৎ, রিপন, কয়েস, আলী ও রশিদ বলে জানা গেছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

সংঘর্ষের সময় অন্তত সাতটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে যানবাহনগুলো উদ্ধার করে।

সংঘর্ষে জড়িতরা স্থানীয়ভাবে যুবলীগের নেতাকর্মী হিসেবে পরিচিত হলেও সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বিষয়টি অস্বীকার করে বলেন, 'তারা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত নয়। এটা আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় সংঘর্ষ, রাজনৈতিক নয়।'

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, 'যতদূর আমরা জানতে পেরেছি, পাঠানটুলা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিবদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি আরও খতিয়ে দেখছি। এ ঘটনায় এখনও মামলা দায়ের করা হয়নি।'

Comments

The Daily Star  | English

Army chief meets Khaleda Zia

Chief of Army Staff General Waker-uz-Zaman met BNP Chairperson Khaleda Zia tonight

43m ago