এনএসইউ ট্রাস্টি বেনজীরের জামিন প্রসঙ্গে হাইকোর্টের রুল

দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

৩০৪ কোটি টাকা পাচারের মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) ট্রাস্টি বোর্ডের সদস্য বেনজীর আহমেদকে কেন জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট বিভাগ।

আগামী ২ সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজ বুধবার জামিন চেয়ে বেনজীরের করা আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এই রুল জারি করেন।

একইসঙ্গে এই রুলের ওপর শুনানির জন্য আগামী ২৫ আগস্ট দিন ধার্য করা হয়।

গত ২২ মে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ একই মামলায় এনএসইউ ট্রাস্টি বোর্ডের ৪ সদস্যের করা আগাম জামিন আবেদন খারিজ করে দেওয়ার পাশাপাশি শাহবাগ পুলিশকে অবিলম্বে তাদের গ্রেপ্তার করে ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক আদালতে হাজির করার নির্দেশ দেন।

সে অনুসারে এম এ কাশেম, বেনাজীর আহমেদ, রেহানা রহমান এবং মোহাম্মদ শাজাহান নামের ৪ আসামিকে ২৩ মে বিচারিক আদালতে হাজির করা হয়। এদিন আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী গত ৫ মে ঢাকায় সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

Comments