চিন্ময়ের আইনজীবীসহ ৬৩ আইনজীবির জামিন মঞ্জুর
চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ঘিরে সংঘর্ষ, ভাঙচুরের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীসহ ৬৩ আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে শুনানির পর তাদের জামিন আবেদন মঞ্জুর করা হয়।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং জামিন শুনানিতে অংশ নেয়া সুব্রত চৌধুরী দ্য ডেইলি স্টারকে জানান, নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ভাইয়ের করা মামলায় আজ ৬৬ জনের মধ্যে ৬৩ আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।
তিনি বলেন, আদালত সবার কথা শুনেছেন। আমরা আদালতকে বলেছি আইনজীবী নিহতের ঘটনা দুঃখজনক এবং এর বিচার করা উচিত। আইনজীবী হিসাবে যাদের আসামি করা হয়েছে তারা সংঘর্ষ, ভাঙচুরের সঙ্গে জড়িত নয়। আলিফের বাবার মামলায় কোনো আইনজীবীর নাম নেই। আদালত ধৈর্য ধরে সব পক্ষের কথা শুনে জামিন মঞ্জুর করেছেন।
আজ সকালে আদালতে মামলার শুনানি হয়।
চট্টগ্রাম বার কাউন্সিলের সাবেক নেতা ও সিনিয়র আইনজীবী চন্দন কুমার দাশ বলেন, চিন্ময় দাসের আইনজীবী সুভাশিষ শর্মাসহ ৬৩ জন আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন আদালত। ১০০০ টাকার বন্ডে আদালত তাদের জামিন দেন।
Comments