এনএসইউর ট্রাস্টি বোর্ডের প্রধানসহ ৬ জনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

প্রায় ৩০৪ কোটি টাকার অর্থপাচার মামলায় নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন আজিম উদ্দিন আহমেদসহ ৬ জনের বিরুদ্ধে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত অপর ৫ জন হলেন-এনএসইউ ট্রাস্টি বোর্ডের সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান ও মোহাম্মদ শাজাহান এবং আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপারসের ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালী।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক কে এম এমরুল কায়েস এ আদেশ দেন বলে আদালত সূত্র দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে।

এর আগে ট্রাস্টি বোর্ড সদস্যদের মধ্যে এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান ও মোহাম্মদ শাজাহানকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ আদালতে মামলার তদন্ত কর্মকর্তা একটি আবেদনে বলেন, আজিম ও আমিন মো. হিলালী এখনো পলাতক আছেন। গ্রেপ্তার এড়াতে তাদের দেশ ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে।

যারা এখন কারা হেফাজতে আছেন, তারাও জামিন পেলে দেশ ছেড়ে যেতে পারেন বলে আবেদনে তিনি জানান।

শুনানি শেষে বিচারক এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এই আদেশ স্পেশাল ব্রাঞ্চের (ইমিগ্রেশন) প্রধানের কাছে পাঠানোর নির্দেশ দেন।

সোমবার একই আদালত দুদককে এই মামলায় কারাগারে থাকা এনএসইউর ট্রাস্টি বোর্ডের ৪ সদস্যকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

গত ৫ মে দুদকের করা মামলায় হাইকোর্ট তাদের আগাম জামিন আবেদন খারিজ করে দিলে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

Comments

The Daily Star  | English

Media freedom may turn into empty promise: TIB

The graft watchdog voices serious concerns over the state of press freedom in the country

1h ago