স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত: ৩৬ পুলিশসহ ৬১ জনের বিরুদ্ধে মামলা
ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম নিহত হওয়ার ঘটনায় ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আরমান হোসেনসহ ৩৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার আবদুর রহিমের স্ত্রী খাদিজা বেগম ভোলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।
ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ ট্রুম্যান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিচারক আলী হায়দার কামাল মামলাটি আমলে নিয়ে আগামী ৮ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন।
বিদ্যুতের লোডশেডিং এবং জ্বালানি খাতে 'অব্যবস্থাপনার' প্রতিবাদে সারাদেশে কর্মসূচির অংশ হিসেবে গত ৩১ জুলাই ভোলা জেলা সদরেও বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ছিল বিএনপির। সেদিন নেতা-কর্মীরা জেলা কার্যালয়ে সমাবেশ করে মিছিলের প্রস্তুতি নিলে পুলিশের সঙ্গে সংঘাত বাধে।
এই সংঘর্ষে গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম। ওই ঘটনায় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নূরে আলমের মাথায় গুলি লাগে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। এর পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ভোলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জেলা বিএনপি।
তবে আজ হরতাল শুরুর ৬ ঘণ্টা পর দুপুর ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে দলের নেতারা বলেন, জনভোগান্তির কথা বিবেচনায় নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Comments