ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

accident_15.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

ভোলার বোরহানউদ্দিন ও সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন বোরহানউদ্দিন থানার ৪ নম্বর কাচিয়া ইউনিয়নের মনির শরীফ (৫৫) ও আসগর আলী (৩৫) এবং পশ্চিম ইলিশা ইউনিয়নের গুপ্ত মুন্সি গ্রামের আরিফ হোসেন (২৫)।

আজ বৃহস্পতিবার সকালে শরীফ ও আলী মোটরসাইকেল যোগে ভোলা থেকে চর ফ্যাশান যাচ্ছিলেন। সকাল ৮টার দিকে বুদ্ধরপুল এলাকায় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শরীফ ও আলী নিহত হন।

বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রাজীব জানান, পুলিশ বাসটিকে আটক করেছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানান, ব্যাটারিচালিত থ্রি-হুইলারে পোরানগঞ্জের বাজারে যাওয়ার সময় ভোলা-ভেদুরিয়া ফেরি ঘাট সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন আরিফ।

Comments

The Daily Star  | English

Drug sales growth slows amid high inflation

Sales growth of drugs slowed down in fiscal year 2023-24 ending last June, which could be an effect of high inflationary pressure prevailing in the country over the last two years.

17h ago