শ্রীপুরে বাস বিদ্যুতায়িত হয়ে আইইউটির ৩ শিক্ষার্থীর মৃত্যু

ঘটনাস্থলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছে পুলিশ। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে একটি পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির তিন শিক্ষার্থী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ শিক্ষার্থী।

মৃত তিন শিক্ষার্থী হলেন, মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)।

পুলিশ জানিয়েছে, তারা গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শিক্ষার্থী এবং টঙ্গী থেকে শ্রীপুরের মাটির মায়া রিসোর্টে যাচ্ছিলেন।

আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী চায়না প্রজেক্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি ঘটনাস্থলে আছি। দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ১৫-২০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।'

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বিআরটিসির ছয়টি বাস পিকনিক স্পটে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। পাঁচটি বাস নিরাপদে চলে গেলেও একটি বাসের সঙ্গে বৈদ্যুতিক তারের সংযোগ ঘটে যায়। এতে তিন শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হন। একজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। বাকি দুজন গুরুতর আহত হন। 

মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে বলেও জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় কাবিদুল ইসলাম নামে আহত এক শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'আমাদের হাসপাতালে তিনজনের মরদেহ আছে। আহত অবস্থায় একজনের চিকিৎসা চলছে।'

Comments

The Daily Star  | English
Aynaghar

DGFI destroyed evidence of 'Aynaghar': commission

The commission investigating enforced disappearances submitted its report to the chief adviser

43m ago