বাস বিদ্যুতায়িত হয়ে আইইউটির ৩ শিক্ষার্থীর মৃত্যু ঘটনায় তদন্ত কমিটি
গাজীপুরের শ্রীপুরে পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ শনিবার বিকেল ৩টায় গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন দ্য ডেইলি স্টারকে জানান, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ জানায়, আইইউটির অন্তত ৪০০ শিক্ষার্থী শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের মাটির মায়া রিসোর্টে পিকনিক করতে যাচ্ছিলেন। এসময় তাদের বহনকারী একটি দ্বিতল বাস পল্লীবিদ্যুৎ লাইনে বিদ্যুতায়িত হয়। এতে তিনজন মারা যান এবং ১৫ জন আহত হন।
স্থানীয় বাসিন্দা আফসার উদ্দিন জানান, আইইউটির শিক্ষার্থীরা বিআরটিসির ছয়টি দ্বিতল বাস এবং তিনটি মাইক্রোবাস নিয়ে পিকনিকে যাচ্ছিলেন। তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে পৌঁছানো মাত্র সড়কের পাশ দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের লাইনে একটি বাস বিদ্যুতায়িত হয়।
প্রত্যক্ষদর্শী শামীম আহমেদ জানান, পাঁচটি বাস রিসোর্টে চলে যায়। শেষের বাসটি সড়কের পাশের বৈদ্যুতিক লাইনের মাধ্যমে বিদ্যুতায়িত হলে হতাহতের ঘটনা ঘটে।
এ বিষয়ে ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) খন্দকার মাহমুদুল হাসান বলেন, 'ওই লাইনটি ১১ হাজার ভেল্টেজের। সড়কের ওপর দিয়ে বিদ্যুতের লাইন ক্রস করা অবস্থায় রয়েছে। একটি বাসকে সাইড দিতে গিয়ে দ্বিতল বাসটি একটু হেলে পড়ায় বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটে।'
Comments