গৃহকর্মীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে ফিজিওথেরাপিস্ট কারাগারে
গাজীপুরের শ্রীপুরে শিশু গৃহকর্মীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলায় এক ফিজিওথেরাপিস্টকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
অভিযুক্ত ফরহাদ উজ্জামান শ্রীপুর পৌরসভার মার্কাজ মসজিদ সড়ক (কাঁচাবাজার) এলাকার মৃত অ্যাডভোকেট আবুল হাসেমের ছেলে।
গতকাল রাতে নিজ বাসার চেম্বার থেকে ফরহাদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আজ রোববার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়।
শ্রীপুর থানার এস আই মাহমুদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।
থানায় দায়েরকৃত মামলার বরাতে জানা যায়, বাসার গৃহকর্মীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন ফরহাদ। তিনি সে ঘটনার ভিডিও ধারণ করেন এবং সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সর্বশেষ গত ২১ জুন ওই শিশুকে ধর্ষণ করেন।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণের একটি ভিডিও ছড়িয়ে পড়লে শিশুর মা শনিবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ফরহাদকে গ্রেপ্তার করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান ডেইলি স্টারকে বলেন, 'ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফিজিওথেরাপিস্ট ফরহাদ উজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে রাতেই নিজ বাসার চেম্বার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।'
Comments