শ্রীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
আজ রোববার দুপুর দেড়টার মিনিটের দিকে পোশাকি কারখানাটির গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার ফারুক হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।
তিনি বলেন, 'শ্রীপুর উপজেলার ভাংনাহাটি মোল্লাপাড়া এমঅ্যান্ডইউ টাইমস পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। '
স্থানীয়রা জানান, আগুনের শিখা ছড়িয়ে পড়ায় কারখানার চারপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
স্থানীয় ব্যবসায়ী আসাদুজ্জামান মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'সাততলা ভবনের একটি পোশাক কারখানার আগুনের ধোয়া দেখা যাচ্ছে। দুপুরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চারদিকে হাজারো মানুষ ভিড় জমিয়েছেন। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার ভিতর থেকে একজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।
Comments