অধ্যাপক বজলুল মবিন চৌধুরীর ১২তম মৃত্যুবার্ষিকী আজ

অধ্যাপক ড. বজলুল মবিন চৌধুরী। ছবি: সংগৃহীত

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) প্রথম উপাচার্য অধ্যাপক ড. বজলুল মবিন চৌধুরীর ১২তম মৃত্যুবার্ষিকী আজ।

অধ্যাপক বজলুল মবিন চৌধুরীর ১৯৯৭ সালে আইইউবির ভিসি হিসেবে দায়িত্ব নেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ পদে বহাল ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে তিনি ১৯৭৬ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক ও রেজিস্ট্রার ছিলেন।

মৃত্যুবার্ষিকীতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

1h ago