নতুন জামা পরে স্কুলে যাওয়া হলো না আদিবার
স্কুলের জামা বানানো হয়েছে শুক্রবার। গতকাল শিশু শ্রেণিতে ভর্তি হয়েছে চার বছর বয়সী আদিবা।
আজ সোমবার সকালে ছিল তার প্রথম ক্লাস। মায়ের আঙুল ধরে আদিবা বেরিয়ে ছিল স্কুলের উদ্দেশে। মুহূর্তে মুছে যায় আদিবার আনন্দ।
এদিকে সকাল ১০টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া এলাকায় ফাতেমাতুজ্জোহরা (রা) মহিলা মাদ্রাসার সামনে ইজিবাইকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আদিবা উপজেলার রানিসার গ্রামের মো. বোরহান সিকদারের ছোট মেয়ে।
বোনের মৃত্যুর শোকে আচ্ছন্ন আদিবার বড় ভাই ইমরান হোসেন। দ্য ডেইলি স্টারকে মোবাইল ফোনে তিনি বলেন, 'বড় আদরের ছিল আমার বোনটি। একা ঘুমাতো না। এখন সে একাই ঘুমিয়ে গেছে। আমাকে আর ঘুম পাড়িয়ে দিতে হবে না।'
ইমরান বলেন, 'গতকাল আদিবাকে নাগেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে ভর্তি করা হয়েছে। আজ সকালে নতুন জামা পরে স্কুলে যাবে সে। সকালে তার সে কী আনন্দ! আমাকে সকালে বলেছিল ভাইয়া তুমি কি আজ আমাকে স্কুলে নিয়ে যাবে? স্কুলে গিয়ে ললিপপ কিনবে বলে আমার কাছ থেকে ১০ টাকা নিয়ে গিয়েছিল। বোনটিকে ছাড়া আমরা এখন কী করে থাকব!'
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ ডেইলি স্টারকে বলেন, 'দুর্ঘটনার সময় সে তার মায়ের সাথে রাস্তা পার হচ্ছিল। দ্রুতগামী একটি ইজিবাইক আদিবাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
'ইজি বাইকটি আমরা আটক করেছি। চালক পালিয়ে গেছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত না করেই মরদেহ হস্তান্তর করা হয়েছে,' বলেন তিনি।
Comments