টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২

টাঙ্গাইল
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। এ ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

আজ শুক্রবার বিকেলে উপজেলার বাংড়া ইউনিয়নের মুলিয়া এলাকায় টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মির্জাপুর উপজেলার সাকিয়া চড়া গ্রামের এস আলম (৭০) ও ঘাটাইল উপজেলার হামিদপুর ঘোসাইবাড়ী গ্রামের আব্দুস সালাম (৪৫)।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কামরুল হাসান জানান, ময়মনসিংহগামী প্রান্তিক সুপার পরিবহনের বাসটি টাঙ্গাইল থেকে ছেড়ে এসেছিল। পথে মুলিয়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয় এবং খাদে পড়ে যায়। এ সময় বিদ্যুতের তার ছিঁড়ে বাসের সংস্পর্শে এসে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন এবং ভেতরে থাকা বাসের এক যাত্রী চাপা পড়ে নিহত হন।

এসআই কামরুল হাসান আরও জানান, এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

Comments