মুন্সিগঞ্জে ফ্ল্যাটে বিস্ফোরণে আহত নারীর মৃত্যু

munshigonj
স্টার ডিজিটাল গ্রাফিক্স

মুন্সিগঞ্জ শহরের ইদ্রাকপুর এলাকায় আজ শনিবার সকালে বিস্ফোরণে আহত এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ওই বিস্ফোরণে নারী ও শিশুসহ মোট চারজন আহত হন। তাদের মধ্যে শেখ হাসিনা ইন্সটিটিউট অব বার্ন অ্যান্ড সার্জারিতে চিকিৎসারত সাহিদা খাতুন (৬৫) আজ সন্ধ্যায় মারা যান।

ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, 'সাহিদার মরদেহ মুন্সিগঞ্জে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।'

আজ সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় আকবর হোসেনের বাড়ির একটি ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণে আহত হন ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া সাহিদা খাতুন, রিজভী আহমেদ রাসেল (৪২), রোজিনা বেগম (৩৫) ও রাইয়ান আহমেদ (২ বছর ৫ মাস)।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবু ইউসুফ বলেন, 'আমরা নিশ্চিত হতে পারিনি যে কীভাবে বিস্ফোরণ ঘটেছে। তবে প্রাথমিকভাবে ধারনা করছি, ঘরে কোনোভাবে প্রথমে খুব সামান্য আগুন ধরেছিলো। সবার অগোচরে সেই আগুন ধীরে ধীরে বড় হয় এবং বদ্ধ ঘরে অক্সিজেনের ঘাটতি তৈরি করে। পরে প্রচণ্ড শক্তি নিয়ে বিস্ফোরিত হয়। এটাকে আমাদের ভাষায় ব্যাকগ্রাফ বলে।'

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন, পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস উপপরিচালক মোস্তফা মহসীনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জেলা প্রশাসক বলেন, 'আমরা পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছি। ইতোমধ্যে সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।'

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

3h ago