তীব্র স্রোতে পদ্মায় ট্রলারডুবি, নিখোঁজ ১
তীব্র স্রোতে পদ্মা নদীতে ঘাসভর্তি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিখোঁজ আছে বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জে পদ্মাসেতুর ৩ নম্বর পিলারের নিচে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।
লৌহজং ফায়ার সার্ভিসের সদস্য বাসুদেব দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় নিখোঁজ লক্ষ্মণ চন্দ্র দাসের (৬০) বাড়ি লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নে। তিনি পেশায় বাদ্যকর।
ফায়ার সার্ভিস জানায়, দুপুরের দিকে ট্রলারটি ডুবলেও ফায়ার সার্ভিসকে জানানো হয় বিকাল ৫টায়।
দুপুর দেড়টার দিকে পদ্মার চরে ঘাস কেটে ফেরত আসার সময় পদ্মায় তীব্র স্রোতে ঘাসভর্তি ট্রলারটি ডুবে যায়। ট্রলারে লক্ষ্মণের সঙ্গে আরও ৪ জন ছিলেন।
এক জেলের সহযোগিতায় ট্রলারে থাকা মন্নাফ সৈয়ল, ইসমাঈল শেখ, ইউসুফ হাওলাদার ও ট্রলারচালক মোকসান উদ্ধার পান।
ফায়ার সার্ভিস কর্মী বাসুদেব বলেন, 'ট্রলার ও একজন ভেসে গেছে। পদ্মায় প্রবল স্রোত থাকায় নিখোঁজের সন্ধানে নদীতে ডুবুরি দল নামানো যায়নি।'
Comments