ঢাকা-মাওয়া মহাসড়কে বাসচাপায় বাবা নিহত, ছেলে আহত

মোটরসাইকেল
স্টার অনলাইন গ্রাফিক্স

ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেলে বাসের ধাক্কায় বাবা নিহত ও ছেলে গুরুতর আহত হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. মাহফুজ রিবেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আমির হোসেন (৪০) ঢাকার কেরানীগঞ্জ উপজেলার তেঘুরিয়া বনগাঁও এলাকার বাসিন্দা ছিলেন।

ফায়ার সার্ভিস জানায়, সকালে মাওয়াগামী মোটরসাইকেলটিকে অজ্ঞাত বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত মোটরসাইকেল আরোহী বাবা-ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

সেখানে কর্তব্যরত চিকিৎসক বাবা আমির হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত ছেলে বিল্লালকে ঢাকার মিডফোর্ড হাসপাতালে রেফার করা হয়েছে।

হাঁসাড়া হাইওয়ে থানার উপপুলিশ পরিদর্শক আসিফ ডেইলি স্টারকে বলেন, 'দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চাপা দেওয়া অজ্ঞাত বাসটি শনাক্তের চেষ্টা চলছে।'

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

38m ago