‘গ্যাস পাইপলাইনে লিকেজ’ থেকে বিস্ফোরণে দম্পতি ও সন্তান দগ্ধ

Fire logo
স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক দম্পতি ও তাদের ১৯ মাস বয়সী সন্তান দগ্ধ হয়েছে।

আজ রোববার ভোররাত ৩টার দিকে উপজেলার নাগেরচর এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডের একটি বাড়ির নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে।

বর্তমানে তারা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। প্রতিবেশী আরমান আলী মোল্লা দগ্ধ অরিজিৎ (৩৫), তার স্ত্রী রিংকু (২৮) ও তাদের ১৯ মাস বয়সী সন্তান কাব্যকে হাসপাতালে নিয়ে আসেন।

আরমান জানান, হাসপাতালে আনার পথে তারা জানিয়েছেন, তারা গ্যাস সিলিন্ডারের চুলা ব্যবহার করেন। রাত ৩টার দিকে রিংকু বাচ্চার জন্য দুধ গরম করতে রান্না ঘরে যান। দিয়াশলাই জ্বালাতেই সারা ঘরে আগুন ধরে যায়। এতে তারা তিন জনই দগ্ধ হন। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের পাইপ লাইনে লিকেজের কারণে রান্না করে গ্যাস জমে ছিল। সেই কারণে বিস্ফোরণ হয়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, রিংকুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক, তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া তার স্বামীর ১৪ শতাংশ ও সন্তানের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

Comments

The Daily Star  | English

New Hampshire hamlet tied in first US Election day votes

Kamala Harris and Donald Trump each got three ballots in the tiny community in the northeastern state of New Hampshire

15m ago