সাভারে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে বিস্ফোরণ, দগ্ধ ২
ঢাকার সাভারে একটি দোকানের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) বিস্ফোরণে দুইজন দগ্ধ হয়েছেন।
সোমবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় সাভার পৌরসভা সংলগ্ন আদ্রিতা ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স নামে দোকানে ওই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ দুজন হলেন—টেইলার্সটির মালিক ইউসুফ (৪২) ও তার বন্ধু নাহিদ (৪০)।
সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাসেল দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা ইউসুফ ও নাহিদ নামে দগ্ধ দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এরপর উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাভার স্টেশনের ওয়্যারহাউস ইনস্পেকটর মেহেরুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'আমরা তথ্য পেয়ে রাত ৮টা ২৭ মিনিটে ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে আমরা পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিভিয়ে ফেলে। আমরা গিয়ে আগুন পাইনি। এছাড়া ঘটনাস্থলে আহত অবস্থায় কাউকে পাইনি।'
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. আজাদ হোসেন ডেইলি স্টারকে বলেন, 'যে সময় এসি বিস্ফোরণ হয়, আমি রাস্তার বিপরীত পাশে দাঁড়িয়ে ছিলাম। দোকানের গ্লাস ভেঙে ছিটকে এসে মুখে লেগে আমি সামান্য আহত হই।'
তিনি বলেন, 'দোকানের ভেতরে তিনজন ছিলেন, তারা দগ্ধ হয়েছেন। তাছাড়া আরও অন্তত চারজন আহত হয়েছেন।'
Comments