খড়ের গাদার নিচে চাপা পড়ে দুই সন্তানসহ মায়ের মৃত্যু

দুই ও পাঁচ বছরের দুই ছেলেসহ মায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
পুলিশ-ছাত্রদল সংঘর্ষ
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ফেনীর ফুলগাজীতে খড়ের গাদার নিচে চাপা পড়ে দুই শিশুসন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে।

তারা হলেন- মা সুমি আত্তার (৩৫) ও শিশু সন্তান মো. শাহিদ (৫) ও মো. সিয়াম (২)।

আজ বুধবার সকাল ১০টার দিকে ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের ফকির বাড়ির প্রবাসী মো. টিপু আলমের স্ত্রী সুমি আজ সকালে গরুর জন্য বাড়ির সামনে শুকনো খড়ের গাদা থেকে খড় নিয়ে কেটে গরুকে দিচ্ছিলেন।

এ সময় তার দুই শিশু সন্তানও মায়ের পাশে খেলছিল। গাদা থেকে খড় টেনে বের করার সময় হঠাৎ খড়ের গাদাটি ভেঙে তাদের ওপর পড়ে। মা ও দুই সন্তানকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আমজাদ হাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মীর হোসেন জানান, মা ও দুই ছেলের এ ধরনের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল হাসিম জানান, তাদের মরদেহ ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাদের লাশ ফেনী সদর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় ফুলগাজী থানায় অপমৃত্যু মামলা রুজু করা হবে।

Comments

The Daily Star  | English

Bangladeshi students terrified over attack on foreigners in Kyrgyzstan

Mobs attacked medical students, including Bangladeshis and Indians, in Kyrgyzstani capital Bishkek on Friday and now they are staying indoors fearing further attacks

4h ago