তিস্তায় নৌকা ডুবে নিখোঁজ ৩

তিস্তায় নৌকাডুবি
স্টার অনলাইন গ্রাফিক্স

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় ৩ জন নিখোঁজ হয়েছেন।

আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে হাতীবান্ধা উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের দুবনী হাজীরমোর এলাকায় তিস্তায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরী দল কাজ করছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়ে বলেন, নিখোঁজ ব্যক্তিরা হলেন হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের ফজলু মিয়া (৬০), আহেদুল ইসলাম (৫৮) ও শফিকুল ইসলাম (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র ডেইলি স্টারকে জানায়, একটি নৌকায় ১০ কৃষক তিস্তার চরে যাচ্ছিলেন। নদীর মাঝখানে প্রবল স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। সেসময় স্থানীয়রা দ্রুত অন্য একটি নৌকা নিয়ে এসে ৭ জনকে উদ্ধার করেন।

Comments

The Daily Star  | English
Drug sales growth slows amid high inflation

Drug sales growth slows amid high inflation

Sales growth of drugs slowed down in fiscal year 2023-24 ending last June, which could be an effect of high inflationary pressure prevailing in the country over the last two years.

17h ago