তিস্তায় নৌকাডুবি

নিখোঁজ ৩ কৃষকের ১ জনের মরদেহ উদ্ধার

ফায়ার সার্ভিসের ডুবুরী দলের উদ্ধার অভিযান। ছবি: স্টার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৩ কৃষকের মধ্যে ১ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। 

মৃত কৃষক শফিকুল ইসলামের (৫৫) বাড়ি হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে।

আজ রোববার বিকেল ৪টায় তিস্তা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ আছেন একই গ্রামের ফজলু মিয়া (৬০) ও আহেদুল ইসলাম (৫৮)।

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডুবুরী দল নিখোঁজ অপর ২ কৃষককে উদ্ধার করতে অভিযান অব্যাহত রেখেছে।

আজ সকাল সাড়ে ৮টার দিকে হাতীবান্ধা উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের ধুবনী হাজীরমোর এলাকায় তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। 

ওয়াদুদ হোসেন বলেন, '১২ জন কৃষক ও কৃষিশ্রমিক একটি ছোট ডিঙি নৌকায় চড়ে তিস্তা নদী পাড়ি দিয়ে চরে যাচ্ছিলেন। নদীর মাঝে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় ৯ জন কৃষক সাঁতরে তীরে পৌঁছালেও ৩ কৃষক পানির স্রোতে ভেসে যান।' 

খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের ৮ সদস্যের ডুবুরী দল এসে নিখোঁজ কৃষকদের উদ্ধারে অভিযান শুরু করে। 

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ডেইলি স্টারকে জানান, ফায়ার সার্ভিসের ডুবুরী দল কয়েক ঘণ্টা চেষ্টার পর নিখোঁজ ৩ কৃষকের মধ্যে ১ জনের মরদেহ উদ্ধার করেছে। অপর ২ কৃষককে উদ্ধার করতে ডুবুরী দল অভিযান চালিয়ে যাচ্ছে।
 

Comments

The Daily Star  | English
Starlink logo

BTRC approves licence for Starlink

This is the swiftest recommendation from the BTRC for any such licence, according to a BTRC official.

9h ago