গেন্ডারিয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানী ঢাকার গেন্ডারিয়া এলাকায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আজ রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে কাউয়ারটেক খালাপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গেন্ডারিয়া থানার উপপরিদর্শক মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনায় আসবাবপত্র বিক্রেতা আব্দুল খায়ের (৩০) ও একটি দোকানের কর্মচারী সাব্বির হোসেন (২৬) নিহত হয়েছেন। খায়েরের দোকানের কর্মচারী নায়েম (১৭) এই দুর্ঘটনায় আহত হয়েছেন।

মিজানুর রহমান বলেন, 'নায়েমের আঘাত গুরুতর না। তিনি একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।'

'তারা ৩ জন দোকান বন্ধ করে বাসায় ফেরার আগে পুরান ঢাকার নাজিরাবাজারে গিয়েছিলেন। তেহারি খেয়ে ফেরার সময় একটি ট্রাক ধাক্কা দিলে তারা রাস্তায় ছিটকে পড়েন। ট্রাকটি খায়ের ও সাব্বিরকে চাপা দিয়ে চলে যায়, এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে তথ্য পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে,' বলেন তিনি।

মিজানুর রহমান আরও বলেন, 'ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাকটি চিহ্নিত করে চালককে আটকের চেষ্টা করছে।'

Comments