নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কে ঢুকে ২ শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কে ঢুকে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলার জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।
মৃতরা হলেন-উপজেলার পূর্বাজুরী ইউনিয়নের বড়ধামাই গ্রামের মো. শাহীন মিয়া (২২) ও জাইফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের মো. কামরুল ইসলাম (২৫)।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনফর আলী ডেইলি স্টারকে জানান, ইউনিয়নের স্টেশন রোডে ফয়জুল ইসলামের নির্মাণাধীন ভবনে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। সোমবার দুপুর ১টার দিকে ভবনের সেপটিক ট্যাঙ্কের ভেতরে প্রথমে এক শ্রমিক ঢুকে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে নেমে আরেকজন শ্রমিক অসুস্থ হন।
খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক মো. সুলায়মান আহমেদ ডেইলি স্টারকে বলেন, 'শ্রমিকরা পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই সেপটিক ট্যাঙ্কে প্রবেশ করে অসুস্থ হয়ে পড়েন।'
দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানিয়েছেন।
Comments