গাজীপুরে শ্রমিক নেতা শহীদুল হত্যা মামলার আসামি রফিকুল গ্রেপ্তার

শহীদুল বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন গাজীপুর জেলা শাখার সভাপতি ছিলেন।
শ্রমিক নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার
গ্রেপ্তার রফিকুল। ছবি: সংগৃহীত

গাজীপুরে শ্রমিক নেতা শহীদুল হত্যা মামলার অন্যতম আসামি রফিকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. ইমরান আহম্মেদ দ্য ডেইল স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার দিবাগত রাতে টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে রফিকুলকে গ্রেপ্তার করা হয়।

গত ২৫ জুন রাতে টঙ্গীতে প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড নামের কারখানায় বেতন-ভাতার দাবিতে দুটি শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের মধ্যে মারামারি হয়।

এ সময় অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন গাজীপুর জেলা শাখার সভাপতি শহীদুল ইসলাম (৪৫)। পরে হাসপাতালে মারা যান তিনি।

এ ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তারকৃত সোহেল রানা ওরফে বাবু ও রাতুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রফিকুলের সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে বলে পুলিশ জানায়।

শ্রমিক নেতা শহীদুল হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে (অপারেশন অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. ইমরান আহম্মেদ জানান।

Comments