শিবচর

দুর্ঘটনার কারণ সম্পর্কে যা জানা গেল

মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় গতকাল রোববার ঢাকাগামী ইমাদ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ছবি: সংগৃহীত

অনিয়ন্ত্রিত গতির কারণে ইমাদ পরিবহনের বাসটির চাকা ফেটে যাওয়ায় মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

আজ রোববার দুপুর আড়াইটার দিকে পুলিশ সুপার মো. মাসুদ আলম ডেইলি স্টারকে বলেন, 'আমরা জানতে পেরেছি অনিয়ন্ত্রিত গতির কারণে চাকা ফেটে গেলে ইমাদ পরিবহনের বাসটি খাদে পড়ে যায়।'

এদিকে ওই ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে।

আজ দুপুর ১টার দিকে মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ডেইলি স্টারকে বলেন, 'তদন্ত কমিটিকে ৩ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।'

তদন্ত কমিটিতে আছেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, বিআরটিএর কর্মকর্তা ও অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের একজন কর্মকর্তা।

ড. রহিমা খাতুন আরও জানান, প্রত্যেক নিহতের পরিবারকে মরদেহ দাফনের কাজে ২৫ হাজার টাকা দেওয়া হবে।

 

Comments

The Daily Star  | English
anti terrorism law amendment approved

Advisory council clears anti-terrorism law amendement

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

2h ago