যাত্রী নিয়ে খোলা ড্রেনে হিউম্যান হলার, নিহত ২

সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী হিউম্যান হলার (লেগুনা) সড়কের পাশে খোলা ড্রেনে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামগড়া এলাকায় আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে এই দুর্ঘটনা ঘটে।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত দুজন হলেন—বদরুল আলম ও হৃদয় মিয়া। তারা দুজনই হিউম্যান হলারের যাত্রী ছিলেন।
কামাল বলেন, 'বিকেলের বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে যায়। যাত্রী নিয়ে লেগুনাটি বাইপাইলের দিকে যাওয়ার সময় সড়কের পাশের খোলা ড্রেনে পড়ে তলিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই যাত্রীকে মৃত ঘোষণা করেন।'
আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন-অর রশিদ ডেইলি স্টারকে বলেন, 'দুর্ঘটনার পর আহত পাঁচ যাত্রীকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুইজন মারা গেছেন। বাকিরা আশঙ্কামুক্ত।'
Comments