শিবচর

আহত ১২ জনকে পাঠানো হলো ঢামেকে, ১৭ মরদেহ শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে

আহত ১২ জনকে পাঠানো হলো ঢামেকে, ১৭ মরদেহ শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে
সকাল সাড়ে ৭টায় সড়কের পাশে খাদে পড়ে যায় বাসটি। ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের বাস দুর্ঘটনায় গুরুতর আহত ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

১৭ জনের মরদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি মেডিকেল অফিসার নাজমুল ইসলাম আজ রোববার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'যারা আহত হয়ে আমাদের এখানে এসেছেন তাদের সবার অবস্থা অনেক গুরুতর। তাই এখানে তাদের ভর্তি রাখা সম্ভব হয়নি। তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।'

 'এখানে যে ১৭টি মরদেহ আছে সেগুলোর হস্তান্তর প্রক্রিয়া চলছে,' তিনি যোগ করেন।

ইমাদ পরিবহনের বাসটি আজ ভোর ৪টায় খুলনার ফুলতলা বাস কাউন্টার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।

বাসটিতে চালক ও ২ হেলপারসহ মোট ৪৬ জন ছিলেন। তাদের মধ্যে ১৭ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং বাকী সবাই আহত হয়েছেন।

Comments

The Daily Star  | English

Mawa toll plaza tragedy: Driver had no valid licence

Says Rab; driver claims the vehicle had brake issues

28m ago