মাদারীপুর-২: স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে বোমা হামলায় আহত সমর্থকের মৃত্যু 

নিহত এমারত সরদার। ছবি: সংগৃহীত

মাদারীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে বোমা হামলায় আহতদের মধ্যে একজন মারা গেছেন। 

নিহত এমারত সরদার (৪০) কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর এলাকার বাসিন্দা ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত রোববার সংসদ নির্বাচনে এ আসনে জয়ী হন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম। পরদিন কালকিনি উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা বিজয় মিছিল বের করলে ফাসিয়াতলা বাজারে মিছিলে বোমা হামলা হয়। এতে এমারতসহ অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত এমারতকে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

এ ঘটনায় নিহতের ছেলে হাসান সরদার কালকিনি থানায় একটি অভিযোগ করেন।

কালকিনি থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে তাহমিনার সমর্থক আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান সরদারের একটি বিজয় মিছিল বের হয়। ফাসিয়াতলা এলাকায় মিছিলটি পৌঁছালে নৌকার সমর্থক আলীনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাহিদ পারভেজের সমর্থকরা মিছিলে বোমা হামলা চালায়। 

এতে এমারতসহ ২ গুরুতর এবং আরও অন্তত ৮ জন আহত হয়। 

বিজয়ী স্বতন্ত্র প্রার্থী কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম ডেইলি স্টারকে বলেন, 'আমার সমর্থকদের বিজয় মিছিলে নৌকা প্রার্থীর সমর্থকরা বোমা হামলা চালিয়েছিল। নির্বাচনের আগে নৌকার সমর্থকরা আমার এক সমর্থককে কুপিয়ে হত্যা করেছিল। হত্যাকারীদের দ্রুত খুঁজে আইনের আওতায় নিয়ে আসার দাবি করছি।'

বোমা হামলার অভিযোগের বিষয়ে জানতে নৌকার সমর্থক আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান সাহিদ পারভেজকে ফোন দিলে তিনি কেটে দেন। মেসেজ দিলেও কোনো জবাব দেননি।

জানতে চাইলে ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, '২০ জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে। এটি এখন মামলা হিসেবে গৃহীত হবে।'

এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি। 

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে নৌকার প্রার্থী ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ।

Comments

The Daily Star  | English

Drone crash triggers commotion on Ijtema ground, 40 injured

It was not immediately known how the drone fell or who it belonged to

35m ago