বার্ন ইউনিটে আরও ১ জনের মৃত্যু, নিহত বেড়ে ২২
রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে থাকা ইয়াসিন আরাফাত (২৬) মারা গেছেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি মারা যান। বার্ন ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে মঙ্গলবারের ওই বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে।
ডা. সামন্ত লাল বলেন, 'রাত ৮টার দিকে ইয়াছিন মারা যান। তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ ছিল। প্রথম দিন থেকেই তিনি ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন।'
নিহত ইয়াসিন আরাফাত নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আব্দুল খালেকের ছেলে। তিনি রাজধানীর মগবাজার এলাকায় মামা মোহাম্মদ আজিমের বাসায় থাকতেন।
নিহতের মা বর্না বেগম ডেইলি স্টারকে জানান, ইয়াসিন সিদ্দিকবাজারে বাংলাদেশ স্যানেটারি দোকানে কাজ করতেন।
Comments