থেমে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, ৩ বন্ধু নিহত

স্টার ডিজিটাল গ্রাফিক্স

বরগুনার পাথরঘাটা উপজেলায় সড়কে থেমে থাকা একটি ট্রাকে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।

আজ সোমবার রাত ৮টার দিকে উপজেলার কাকচিড়া-লেমুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন—কাকচিড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বাবুল হাওলাদারের ছেলে রাকিব (২৩), চার নম্বর ওয়ার্ডের নাসিরের ছেলে তানভীর (২২) ও একই এলাকার শাকিব (২৩)।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে জানান, তিন বন্ধু মোটরসাইকেলে করে বরগুনার কাকচিড়া বাজার এলাকা থেকে পার্শ্ববর্তী খাসতবক গ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সড়কে থেমে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে কাকচিড়া বাজারের এলাহি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। তিনজনেরই মাথায় গুরুতর আঘাত লেগে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়।

এই ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

Comments

The Daily Star  | English
Bangladesh national election timeline

EC preparing to hold next national polls in December

Election Commissioner Abul Fazal says after briefing development partners about the next polls

34m ago