চোর সন্দেহে রিকশাচালককে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া শহরের জিকে কলোনি থেকে মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় চোর সন্দেহে এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া শহরের জিকে কলোনি থেকে ওই রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ইতোমধ্যে ৩ জনকে আটক করা হয়েছে।

সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান। 

নিহত মো. সুরমান খাঁ (৪৩) একই কলোনির বাসিন্দা ছিলেন। 

নিহতের ভাতিজা সজল দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঈদের সময় কলোনির বাসিন্দা হাকিমের বাড়িতে চুরি হয়। এ ঘটনায় গত মঙ্গলবার আমার ছোট চাচা আশরাফুলকে তুলে নিয়ে মারধর করেন হাকিমের লোকজন। একপর্যায়ে ছোট চাচা সুরমান চাচার নাম বলেন। পরে সুরমান চাচাকে মঙ্গলবার রাতে ধরে নিয়ে হাকিমের বাড়িতে রেখে মারধর করা হয়।'

'তারা তাকে যন্ত্রণা দিয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন। গতকাল সন্ধ্যা থেকে আর চাচাকে দেখিনি। আজ সকালে তার লাশ পাওয়া গেল,' বলেন তিনি।

বিষয়টি নিয়ে স্থানীয় অন্তত ৭-৮ জনের সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি স্টার। তারা জানান, সুরমানকে মঙ্গলবার রাত ১টা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত নির্যাতন করে হাকিমের লোকজন। 

তারা জানান, সুরমানের ভাই আশরাফুল কাজ করতেন হাকিমের হালিমের দোকানে। সম্প্রতি, হাকিমের বাড়িতে চুরি হলে তারা আশরাফুলকে সন্দেহ করে ধরে নিয়ে মারধর করেন। নির্যাতনের একপর্যায়ে আশরাফুল তার ভাইয়ের নাম বলেন।

জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'অভিযুক্ত হাকিম, তার স্ত্রী ও মেয়েকে বাড়ি থেকে আটক করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণ হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English
problems faced by Bangladeshi passport holders

The sorry state of our green passports

Bangladeshi passports are ranked among the weakest in the world.

8h ago